Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা সমূহ:
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতায় মাঠ পর্যায়ে প্রধান ৩টি শুমারী যথা- ১। আদমশুমারী ২। কৃষি শুমারী ৩। অর্থনৈতিক শুমারী পরিচালিত হয়। এছাড়া ও অন্যান্ন শুমারী এবং জরিপ পরিচালিত হয়ে থাকে।

চলমান জরিপ ও শুমারী সমূহ-

১। এমএসভিএসবি (মনিটরিং দ্যা সিচুয়েশান অব ভাইটাল স্ট্যাটিসটিকস্ অব বাংলাদেশ)- এর মাধ্যমে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, পৃথক বসবাস, আগমন, বহিঃগমন, জন্ম নিয়ন্ত্রন, প্রতিবন্ধী, এইচ. আই.ভি- সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়।

২। কিউএলএফএস (কোয়ার্টারলি লেবার ফোর্স সার্ভে)- এর মাধ্যমে শ্রম সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়।

৩। সিপিআই (কনজ্যুমার প্রাইস ইনডেক্স)- এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য (গ্রামীন ও শহর) সংগ্রহ ও সরবরাহ করা হয়।

৪। ১২৪ টি ফসলের উপর তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ১১৮ টি অপ্রধান ফসল এবং ০৬ টি প্রধান ফসল (আউশ, আমন, বুরো, গম,পাট, আলু) সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়।